বহুল পরিচিত মাবরুর রশিদ বান্নাহ’র পরিচালনায় খুব শীঘ্রই ‘বদমাইশ পোলাপাইন’ নামে ওয়েব সিরিজটি দ্যা আজাইরা লিমিটেড (The Ajaira LTD) ইউটিউব চ্যানেলে মুক্তি পেতে চলেছে।
ইতিমধ্যে ওয়েব সিরিজটির ট্রেইলার মুক্তি পেয়েছে এবং সেটা দেখেই অনেকর মধ্যেই ওয়েব সিরিজটি নিয়ে উৎসাহ দেখা যাচ্ছে। সিরিজটির লেখক হিসেবে ছিলেন মোসাব্বের হোসেন মুয়ীদ এবং গল্পটিতে কাজ করেছেন ফজলুর রহমান বাবু,মাজরুক রাসেল, প্রত্তয় হিরোন এবং মাকনুন সুলতানা মাহিমা আরো অনেকেই।
Leave a Reply