সম্প্রতি রাজধানীতে গড়ে উঠে ব্যাচেলরদের হোস্টেল ‘সুপার হোম বিডি’। রাজধানীর বিভিন্ন জায়গায় এই হোস্টেলের বেশ কিছু ব্রাঞ্চ রয়েছে।
মূলত কলেজ/ইউনিভার্সিটির শিক্ষার্থী এবং অফিস কর্মচারীদের কথা ভেবেই এই প্রতিষ্ঠান গড়ে উঠেছে যা ব্যাচেলরদের দিন কাটানোর সহজ মাধ্যম হয়ে দাড়িয়েছে তবে বিভিন্ন সুযোগ সুবিধার পাশাপাশি ভোগান্তিতেও ভুগছেন এই হোস্টেল থেকে বেরিয়া আসা সদস্যরা।
ঠিকমতো বুঝে পাচ্ছেনা রিফান্ডের টাকা। দিনের পর দিন মাসের পর মাস হোস্টেলের চক্কর গুনতে হচ্ছে অনেকেরই। দশ’হাজার কিংবা হউক সেটা বিশহাজার টাকা, সেই টাকা নিয়ে প্রতারণার শিকার হচ্ছে এমন সংখ্যার মানুষ অভাব হবেনা।
সুপার হোস্টেলের একজন কর্মচারী
সম্প্রতি ফেসবুক লাইভে সুপার হোম বিডি’র একটি ঘটনা প্রকাশ হয়। যেখানে কয়েকজন ছেলেকে সুপার হোম বিডি হোস্টেলের কুর্মচারীরা তাদেরকে তাদের টাকা ঠিকমতো না বুঝিয়ে দিয়েই হোস্টেলের মেইন ব্রাঞ্চ থেকে বেরিয়ে যেতে বাধ্য করে।
Leave a Reply